প্রকাশিত: Tue, Jun 4, 2024 9:40 AM
আপডেট: Mon, Jan 26, 2026 12:53 AM

[১]ভুটান বাংলাদেশি পর্যটকদের জন্য ফি কমিয়েছে

খুররম জামান: [২] ভুটানের সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে যে তারা বাংলাদেশি পর্যটকদের জন্য তাদের নীতি সংশোধন করেছে। নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে শুধুমাত্র ১৫ ডলার দিতে হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। 

[৩] ১৫ ডলার ভারতীয় পর্যটকদের উপর আরোপিত ফি এর সমতুল্য। আগে বাংলাদেশি পর্যটকের জন্য ফি ছিলো ২০০ মার্কিন ডলার।  এর পরে তা ১০০ ডলারে করা হয়েছিল। নতুন নীতিমালার আওতায় ১৫ হাজার বাংলাদেশি পর্যটক ভুটান ভ্রমণ করতে পারবেন।

[৪] বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে। ভিসা নীতি ২ জুন থেকে কার্যকর হয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান